‘সন্ন্যাসী’ করিয়া জ্ঞান ছাড়’ মোর প্রতি। কৃপা কর’, যেন মোর কৃষ্ণে হয় মতি।”
শ্রীগৌরসুন্দর মায়াধীশ হইয়াও মায়াবশ সার্বভৌমকে ছলনা করিয়া তাঁহার নিকট উপদেশ লইতে লাগিলেন।