যথা তথা জন্মুক—সবার শ্রেষ্ঠ হয়। কৃষ্ণ-যশ শুনিলে কখনো মন্দ নয়।
যে কোন বর্ণে বা স্থানে জন্মগ্রহণ করিয়া যদি কৃষ্ণের প্রতি আস্থা স্থাপন পূর্বক কেহ তাঁহার কীর্তি বা যশ গান করেন, তবে তাঁহার কোনদিনই অমঙ্গল ঘটে না।