নির্মৎসর হইয়া শ্রীচৈতন্যবিলাস শ্রবণের ফল—
এ সব বিলাস যে শুনয়ে হর্ষ-মনে।শ্রীচৈতন্য-সঙ্গ পায় সেই সব জনে।