কুলিয়া গ্রামে সকলকেই কৃতার্থ করিলেন—
কুলিয়া গ্রামেতে আসি’ শ্রীকৃষ্ণচৈতন্য।
হেন নাহি, যারে প্রভু না করিলা ধন্য।
শ্রীচৈতন্যদেব কুলিয়া-গ্রামের সকল অধিবাসীর অপরাধ দূর করিয়া সকলকে ধন্য করিলেন। এজন্য শ্রীমায়াপুরের অপর পারে বর্তমান নবদ্বীপসহর অপরাধ-ভঞ্জনের পাট বলিয়া অপরাধিগণের নিত্যমঙ্গলের আকর স্থান। কিন্তু যাহারা প্রাচীন মায়াপুরের বিরুদ্ধে দৌরাত্ম্য আচরণ করিয়া শুদ্ধভক্তগণের চরণে অপরাধ করতঃ কুলিয়া সহরে বাস করিতে থাকে, তাহাদের কোনদিনই মঙ্গল লাভ হয় না।