শঙ্করের হৃদগত উদ্দেশ্য উপলব্ধি না করিয়া সন্ন্যাসীর বেষ-গ্রহণ দুঃখসেতু-মাত্র—
এই শঙ্করের বাক্য—এই অভিপ্রায়। ইহা না জানিয়া মাথা কি কার্যে মুড়ায় ?।