নিত্যানন্দ অনন্তরূপে অনন্তমুখে অনন্তকাল অবিরাম ভাগবত-কীর্তনকারী হইয়াও ভাগবতের অত্র পান না—
নিরবধি নিত্যানন্দ সহস্রবদনে। ভাগবত অর্থ সে গায়েন অনুক্ষণে।