ভক্ত-ভাগবত ও গ্রন্থ-ভাগবত—
দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র। গ্রন্থ-ভাগবত, আর কৃষ্ণ কৃপা-পাত্র।
ভাগবত দ্বিবিধ; (১) এক প্রকার—গ্রন্থ-ভাগবত; অপর প্রকার ভক্ত-ভাগবত। যিনি শ্রদ্ধার সহিত ভাগবত পাঠ করেন, নিশ্চয়ই তিনি ভক্ত-ভাগবত।