ভাগবতের পূজায় কৃষ্ণপূজা—
ভাগবত পূজিলে কৃষ্ণের পূজা হয়।
ভাগবত-পঠন-শ্রবণ ভক্তিময়।
তথ্য। যত্র যত্র ভবেদ্বিপ্র শাস্ত্রং ভাগবতং কলৌ। তত্র তত্র হরির্যাতি ত্ৰিদশৈঃ সহ নারদঃ॥ তত্র সর্বাণি তীর্থানি নদীনদসরাংসি চ। যত্র ভাগবতং শাস্ত্রং তিষ্ঠতে মুনিসত্তম॥ তত্র সর্বাণি তীর্থানি সর্বে যজ্ঞসুদক্ষিণাঃ। যত্র ভাগবতং শাস্ত্রং পূজিতং তিষ্ঠতে গৃহে॥স্কান্ধে কৃষ্ণার্জুন-সংবাদে।