Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 530

Language: বাংলা
Language: English Translation
  • গৃহস্থের ঘরে ভাগবতের অবস্থানে সর্ব অমঙ্গল বিনাশ—

    ভাগবত-পুস্তকো থাকয়ে যার ঘরে।
     কোন অমঙ্গল নাহি যায় তথাকারে

    যাঁহারা আদর করিয়া ভক্তপূজ্য ভাগবতকে গৃহে রাখেন, তাঁহাদের কোন অমঙ্গল হয় না। শ্রীমদ্ভাগবতকে পূজা করিলেই কৃষ্ণপূজা হয়। ভাগবতের শ্রবণ ও পঠন করিলেই ভক্তি-লাভ ঘটে ও তদ্দ্বারা কৃষ্ণপূজা বিহিত হয়।

Page execution time: 0.0746948719025 sec