শুদ্ধভক্তি স্বীকার না করিয়া ভাগবতের অধ্যাপনা বৃথা বাক্যব্যয় ও অপরাধ—
না বাখানে ভক্তি, ভাগবত যে পড়ায়।
ব্যর্থ বাক্য ব্যয় করে, অপরাধ পায়।
অভক্ত লোক ভাগবত পড়িলে তাহার বৃথা বাক্য ব্যয়িত হয়। অধিকন্তু অপরাধ আসিয়া তাহাকে ডুবাইয়া দেয়। ভক্তির অনাদরক্রমেই এইরূপ অমঙ্গল লাভ ঘটে। তথ্য। ভাঃ ১২/১২/৫১ ও ভাঃ ১২/১২/৪৯ শ্লোক দ্রষ্টব্য।