সকল শাস্ত্রই কৃষ্ণভক্তের কথা কীর্তন করেন, ভাগবতে তাহা বিশেষরূপে পরিস্ফুট—
সকল শাস্ত্রেই মাত্র ‘কৃষ্ণ-ভক্তি’ কয়।
বিশেষে শ্ৰীভাগবত—কৃষ্ণ-রসময়।
তথ্য। বেদে নারায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তে চমধ্যে চ হরিঃ সর্বত্র গীয়তে। হরিবংশ, ভবিষ্যৎপর্ব ১৩২/৯৫; ভাঃ ১/১/৩ শ্লোক দ্রষ্টব্য।