মহাপ্রভুর দেবানন্দ পণ্ডিতের প্রতি ভাগবতেভক্তিযোগ-মাত্র ব্যাখ্যা করিতে উপদেশ—
‘আদি-মধ্য-অবসানে তুমি ভাগবতে। ভক্তি-যোগ মাত্র বাখানিও সবর্মতে।