কৃষ্ণই মূল জগৎকারণ, কৃষ্ণ-বিমুখ জীব দুঃসঙ্গ-জ্ঞানে বর্জনীয়—
অতএব জগত তোমার, তুমি পিতা। ইহলোকে পরলোকে তুমি সে রক্ষিতা।