যখনে শ্রীভাগবত জিহ্বায় স্ফুরিল।
ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল।
“ভক্তিযোগেন মনসি সম্যক্ প্রণিহিতেঽমলে। অপশ্যৎ পুরুষঃ পূর্ণং মায়াঞ্চ তদপাশ্রয়াম্। যয়া-সম্মোহিতো জীব আত্মানং ত্রিগুণাত্মকম্ । পরোঽপি মনুতেঽনর্থং তৎকৃতঞ্চাভিপদ্যতে॥ অনর্থোপশম সাক্ষাদ্ভক্তিযোগমধোক্ষজে। লোকস্যাজানতো বিদ্বাংশ্চক্রে সাত্বত-সংহিতাম্॥ যস্যাং বৈ শ্রূয়মাণায়াং কৃষ্ণে পরমপুরুষে। ভক্তিরুপদ্যতে পুংসাং শোকমোহভয়াপহা। (ভাঃ ১।৭/৪-৭) শ্রীমদ্ভাগবত মায়াবাদী বা কর্মীর সেব্যগ্রন্থ নহেন। ভক্তিযোগ ব্যতীত সেই গ্রন্থে অন্য কোন ব্যাপার নাই। ইহা বুঝিলেই চিত্তে পরা শান্তিলাভ ঘটে।
তথ্য। ভাঃ ১/৭/১১; ২/৪/১৪ শ্লোক দ্রষ্টব্য।