দাম্ভিকের নিকট ভাগবত আত্মপ্রকাশ করেন না, শরণাগতই ভাগবতের অর্থ দর্শনে সমর্থ—
‘ভাগবত বুঝি’ হেন যার আছে জ্ঞান।
সেই না জানয়ে ভাগবতের প্রমাণ।
ভাগবতে যাঁহার প্রবেশাধিকার আছে, তিনিই জানেন যে, শ্রীমদ্ভাগবতই সকল প্রমাণ-শিরোমণি; এমন কি, মুর্খ জনও শ্রীমদ্ভাগবতের শরণ গ্রহণ করিলে তাঁহার চিত্তে ভাগবতের স্ফুর্তি হয়।