ভাগবত অপৌরুষেয়, ভগবদবতার প্রকটাপ্রকট লীলাময়ী মাত্র—
যেন রূপ মৎস্য-কূর্ম-আদি অবতার। আবির্ভাব-তিরোভাব যেন তা সবার।