ভগবান্ মোক্ষপ্রদানপূর্বক জীবকে বঞ্চনা করিয়া ভক্তিকে গুপ্ত রাখেন—
মোক্ষ দিয়া ভক্তি গোপ্য করে নারায়ণে।
হেন ভক্তি না জানি কৃষ্ণের কৃপা বিনে।
শ্ৰীমন্মহাপ্রভু তদুত্তরে বলিলেন,—শ্রীমদ্ভাগবতের প্রতিপাদ্য বিষয়ই ভক্তি; সেই ভক্তি নিত্যসিদ্ধ ও ক্ষয়ধর্মরহিত, তাহার ক্ষয় নাই;—মহাপ্রলয়েও বিষ্ণুভক্তি নষ্ট হয় না। ভগবান্ ভুক্তি মুক্তি প্রভৃতি প্রাপ্যফল দিয়া জীবকে ‘ভক্তি’ বুঝিতে দেন না। ভগবৎকুপা ব্যতীত কাহারও ভক্তি লাভের সম্ভাবনা নাই।
তথ্য। ভাঃ ৫/৬/১৮।