ঈশ্বর হইতে জীব, জীব হইতে ঈশ্বর নহেন—
তবু তোমা’ হৈতে সে হইয়াছি আমি।আমা’ হইতে নাহি কভু হইয়াছ তুমি।
রক্ষিতা —রক্ষণকর্তা।