অতএব শ্রীচৈতন্য-কথার শ্রবণে। সবার সন্তোষ হয়, দুষ্ট-গণ বিনে।
শ্রীচৈতন্যকথা ভাগ্যহীন দুষ্ট জনগণ ব্যতীত অন্য সকলেরই সন্তোষ বিধান করে; যেহেতু শ্রীচৈতন্য-কথার দ্বারা জীবের কৃষ্ণজ্ঞান, কৃষ্ণসেবা ও কৃষ্ণপ্রেমার প্রাপ্তি ঘটে।