‘কলিযুগে কিসের বৈষ্ণব, কি কীর্তন। এই মত অনেক নিন্দিনু অনুক্ষণ।
কলিযুগে তর্কহত ব্যক্তিগণ ‘বৈষ্ণব’ হইতে পারে না, যেহেতু তাহাদের ভগবৎকীর্তনের সম্ভাবনা নাই; সুতরাং বৈষ্ণবতা ও কীর্তন কলিযুগে সম্ভব নহে—এই প্রকার নিন্দা পাপিষ্ঠগণ সর্বদা করিত।