কুলিয়ায় পাপিকুলের উদ্ধার—
কুলিয়ার প্রকাশে যতেক পাপী ছিল।উত্তম মধ্যম নীচ—সবে পার হৈল।
শ্রীমায়াপুরের অপর পারে কুলিয়া গ্রামে বহুশ্রেণীর পাপিষ্ঠ বাস করিত। উত্তম, মধ্যম ও নীচভেদে ত্রিবিধ পাপিষ্ঠই প্রভুর কুপায় অপরাধ হইতে মুক্ত হইয়াছিল।