প্রকৃত ধর্ম, কর্ম, বিদ্যা, সদাচার কি?
তথাহি (ভাঃ ৪/২৯/৪৯-৫০)
“তৎ কর্ম হরিতোষং যৎ সা বিদ্যা তন্মতির্যয়া।
হরির্দেহভৃতামাত্মা স্বয়ং প্রকৃতিরীশ্বরঃ।
অনুবাদ। যাহাদ্বারা শ্রীহরির সন্তোষবিধান হয়, তাহাই জীবের একমাত্র কর্তব্য কর্ম এবং যাহা দ্বারা শ্রীহরিবিষয়িণী মতি হয়, তাহাই বিদ্যা। কেননা শ্রীহরি দেহধারী জীবগণের অন্তর্যামী পরমাত্মা; একমাত্র তিনিই সকলের কারণ ও নিয়ন্তা।