গৌরসুন্দরের এইরূপ ঐশ্বর্য দেখিয়াও যাহারা তাঁহারভগবত্তা-স্বীকারে বিমুখ, তাহাদের সকলই বৃথা—
হেন সর্বশক্তিসমন্বিত ভগবান্। যে পাপিষ্ঠ মায়া-বশে বলে অপ্রমাণ।