তোমারে আপন ঘরে মুঞি লুকাইয়া।
থুইয়াছোঁ লোকে বলে তত্ত্ব না জানিয়া।
ব্রাহ্মণগণ সত্যবাদী। দর্শকগণ বাচস্পতির গৃহে মহাপ্রভুকে না দেখিয়া তাঁহাকে অসত্যবাদী বলিয়া সন্দেহ করিয়াছিল। সুতরাং কুলিয়া গিয়া তাহারা মহাপ্রভুকে ছকড়ি চট্টোপাধ্যায় গৃহের বাহিরে আসিতে অনুরোধ করিয়াছিল। তাহা হইলেই বাচস্পতিকে সত্যবাদী বলিয়া লোকের বিশ্বাস হইবে এবং বিদ্যা-বাচস্পতির গৃহে তিনি নাই বলিয়া প্রমাণিত হইবে।