তথাহি গীতা ৬/১
“অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি যঃ।
স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্নচাক্রিয়ঃ।”
অনুবাদ। যিনি কর্মজনিত ফলের আকাঙ্ক্ষা না করিয়া ভগবৎ-প্রীতির জন্য শাস্ত্র বিহিত কর্তব্য কর্মের আচরণ করেন, তিনিই বস্তুতঃ সন্ন্যাসী এবং তিনিই বস্তুতঃ যোগী। অন্যথা যিনি অগ্নিহোত্রাদি বৈধকর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি সন্ন্যাসী নহেন এবং যিনি শারীর কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি যোগী নহেন।