অমৃতের অমৃত শ্রীগৌরাঙ্গের কথা।
ব্রহ্মা, শিব যে অমৃত বাঞ্ছেন সর্বথা।
শ্রীগৌরকথা অমৃতেরও অমৃত। জন্মমরণাদি কালক্ষোভ্য ব্যাপারে আবদ্ধ না থাকায় সেই নিত্যকথা ব্রহ্মাশিবাদিরও সেব্য ও প্রার্থনীয়।
তথ্য। তমেবৈকং জানথ আত্মানমন্যা বাচো বিমুঞ্চথ অমৃতস্যৈষ সেতুঃ। মুণ্ডক ২/২/৫; ভাঃ ১০/৩১/৯।