শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ও কুলিয়ার মধ্যে সবে মাত্র গঙ্গা-ব্যবধান—
সবে গঙ্গা-মধ্যে নদীয়ায় কুলিয়ায়॥
শুনি মাত্র সর্বলোকে মহানন্দে ধায়।
প্রাচীন নবদ্বীপ ও কুলিয়ার মধ্যে কেবলমাত্র গঙ্গা ব্যবধান ছিল। শ্রীমায়াপুর হইতে কুলিয়ায় যাইতে হইলে একবার গঙ্গা পার হইতে হয়; পুনরায় কুলিয়া হইতে বাচস্পতির গৃহে যাইতে হইলে পুনরায় গঙ্গা পার হইতে হয়। তজ্জন্য শ্রীমায়াপুর হইতে বিদ্যানগর যাইতে বনজঙ্গল ভাঙ্গিয়া যাইবার একটী পথ ছিল। দুইবার গঙ্গা পার হইবার পরিবর্তে অন্য রাস্তায় বিশারদের জাঙ্গালের ধার দিয়া বাচস্পতির গৃহে পৌঁছিতে হইত। তথ্য। গঙ্গার ওপার কভু যায়েন কুলিয়া॥ চৈঃ ভাঃ অন্ত্য ৫ম ৭০৯ শ্লোক।