কৃষ্ণই জগৎ-পিতা—
‘জগতের পিতা কৃষ্ণ’ সর্ব বেদে কয়।
পিতারে সে ভক্তি করে যে সু-পুত্র হয়।
তথ্য। বয়মাদ্যস্য দাতারঃ পিতা ত্বং মাতরিশ নঃ ॥ (প্রশ্নোপনিষৎ ২/১১); (ভাঃ ১/১/১); (ভাঃ ১১ /৫/২-৩); সোঽহং মা বদ সেব্যসেবকতয়া নিত্যং ভজ শ্রীহরিং তেন স্যাৎ তব সদগতিধ্রু বমধঃপাতো ভবেদন্যথা। নানাযোনিষু গর্ভবাসবিষয়ে দুঃখং মহৎ প্রাপ্যতে স্বর্গে বা নরকে পুনঃ পুনরহো জীব ত্বয়া ভ্রাম্যতে॥ (মায়াবাদশতদূষণী ৬৯ শ্লোক); যস্যৈব চৈতন্যলবেন জীব জাতোহসি চৈতন্যবতো বরেণ্যঃ । মা ব্রূহি সোঽহং শঠ কঃ কৃতঘ্নাদন্যঃ পদং পাঞ্ছতি হন্ত ভর্তুঃ ? ন্যস্তঃ শ্রীপরমেশ্বরেণ কৃপয়া চৈতন্যলেশস্ত্বয়ি ত্বং তস্মাৎ পরমেশ্বরঃ স্বয়মহং নায়াতি বক্তুং শঠ। লব্ধা কশ্চন দুর্জনঃ খলু যথা হস্ত্যশ্বপাদাতকং ভূপাদেব তদীয় রাজপদবীং চক্রে গ্রহীতুং মনঃ ॥ (মায়াবাদ-শতদূষণী ৭৩-৭৪ শ্লোক)।