“ঘরে লুকাইয়া বাচস্পতি ন্যাসি-মণি।
আমা’সবা’ ভাণ্ডেন কহিয়া মিথ্যা বাণী।
বিদ্যাবাচস্পতির গৃহ হইতে প্রভু গোপনে কিয়দ্দূরে অবস্থিত বর্তমান কুলিয়া নগরে নবদ্বীপের অপর পারে চলিয়া গেলেন; কিন্তু লোকেরা মহাপ্রভুর দর্শনার্থী হইয়া বাচস্পতির গৃহে প্রভুকে না পাইয়া ও বাস্পতির কথা বিশ্বাস না করিয়া বাচস্পতিকে সঙ্কীর্ণহৃদয় বলিয়া মনে করিল।