জীবের স্বভাবধর্মই নিত্য-কৃষ্ণদাস্য, তদ্ব্যতীত অপর ধর্ম। অপরাববহুল—
জীবের স্বভাব-ধর্ম ঈশ্বরভজন।
তাহা ছাড়ি আপনারে বলে ‘নারায়ণ’।
তথ্য। স্বধর্মমারাধনমচ্যুতস্য যদীহমানো বিজহাত্যঘৌঘম্॥ (ভাঃ ৫/১০/২৩) মন্যেঽকুতশ্চিদ্ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমত্র নিত্যম। উদ্বিগ্নবুদ্ধেরসদাত্মভাবাদ্বিশ্বাত্মনা যত্র নিবর্ততেভীঃ॥ (ভাঃ ১১/২/৩৩)।