চতুর্দিকে ব্রহ্মাণ্ডভেদী হরিধ্বনি—
চতুর্দিকে সর্বদলোক করে হরিধ্বনি। ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মত শুনি।