গৌরাঙ্গদর্শনে বাচস্পতি-গৃহাভিমুখে লোকসঙ্ঘের যাত্রা ওতাহাদের উৎকণ্ঠার নিদর্শন—
অনন্ত অর্বুদ লোক বলি’ ‘হরি হরি। চলিলেন দেখিবারে গৌরাঙ্গ শ্রীহরি।