প্রভুর কিছুদিন গঙ্গাস্নানান্তে মথুরা গমনের অভিলাষ ব্যক্ত করিয়া বাচম্পতির নিকট হইত নির্জন স্থান যাচ্ঞা-লীলি—
নিভৃতে আমারে একখানি দিবা স্থান। যেন কথো দিন মুঞি করোঁ গঙ্গাস্নান।