সার্বভৌম-ভ্রাতা বিদ্যাবাচস্পতির গৃহে আগমন—
সার্বভৌমভ্রাতা বিদ্যাবাচস্পতি নাম।
শান্ত-দান্ত-ধর্মশীল মহাভাগ্যবান্।
বিদ্যাবাচস্পতি—বিদ্যানগরবাসী পণ্ডিত বিশারদের পুত্র ও শ্রীবাসুদেব সার্বভৌমের ভ্রাতা। ইঁহারই গৃহে বিদ্যানগরে মহাপ্রভু কয়েক দিবস বাস করিয়াছিলেন।