যুদ্ধরসে গিয়াছেন বিজয় নগরে। অতএব প্রভু না দেখিলা সেইবারে।
যেকালে মহাপ্রভু নীলাচলে আসিয়া পৌছিলেন, সেই সময়ে রাজা প্রতাপরুদ্র নীলাচলে ছিলেন না। তিনি দক্ষিণে বিজয়নগর রাজ্যে যুদ্ধ করিতে গিয়াছিলেন।