বৈষ্ণবধর্ম কি ?—
তথাহি ভাঃ ১১/২৯/১৬—
“প্রণমেদ্দণ্ডবদ্ভুমাবাশ্বচাণ্ডালগোখরম্।
প্রবিষ্টো জীবকলয়া তত্রৈব ভগবানিতি।”
অনুবাদ। ভগবান্ স্বয়ংই জীবরূপ অংশদ্বারা সকল দেহে অনুপ্রবিষ্ট রহিয়াছেন, ইহা চিন্তা করিয়া কুকুর, চণ্ডাল, গো, গর্দভ পর্যন্ত যাবতীয় জীবকে দণ্ডবৎ ভূপতিত হইয়া প্রণাম করিবে।