প্রাকৃত-নীতি-বিগর্হিত কার্যকরিয়াও ভক্ত-প্রীতি-নীতির শ্রেষ্ঠতা-প্রচারক ভগবান্—
অকর্তব্য করে নিজ সেবক রাখিতে। তা’র সাক্ষী বালি বধে সুগ্রীব-নিমিত্তে।
অকর্তব্য—যাহা প্রাকৃত জগতে অকর্তব্য বলিয়া বিবেচিত হয়।