প্রভুর বরপ্রদান—“কূপে ভোগবতী গঙ্গা প্রবিষ্ট হউন”–
এত বলি’ মহাপ্রভু আপনে উঠিলা। তুলিয়া শ্রীভুজ দুই কহিতে লাগিলা।