গদাধর-বাক্যে মাত্র প্রভু সুখী হয়।
ভ্রমে’ গদাধর সঙ্গে বৈষ্ণব-আলয়।
শ্রীগদাধর পণ্ডিত গোস্বামী নিরন্তর মহাপ্রভুর নিকট অবস্থান করিয়া সকল রাত্রি সিন্ধুতটে নৃত্যগীতাদির দ্বারা গৌরসুন্দরের চিত্তবিনোদন করিতেন। কোন সময়েই শ্রীল গদাধর পণ্ডিত প্রভু শ্রীগৌরসুন্দরের নিকট হইতে অন্যত্র অবস্থান করিতেন না। ভোজনকালে, শয়নকালে, ভ্রমণকালে শ্রীগদাধর পণ্ডিতপ্রভুই ভগবানের সর্বক্ষণ সেবা করিতেন। গদাধর পণ্ডিতই সর্বক্ষণ ভাগবত-শ্লোকসমূহ মহাপ্রভুর নিকট কীর্তন করিতেন। গদাধর পণ্ডিত-প্রভুর সঙ্গে বৈষ্ণবগণের গৃহে গৌরসুন্দর উপস্থিত হইতেন।