যে প্রেমপ্রকাশে প্রভু চৈতন্য গোসাঞি।তাঁহা বই অনন্ত ব্রহ্মাণ্ডে আর নাই।
শ্রীচৈতন্যদেবের প্রেম প্রাকট্য ব্যতীত অনন্ত ব্রহ্মাণ্ডে আর কোন তাৎপর্য নাই। ব্রহ্মাণ্ডের সকল বস্তুই সেই প্রেমপ্রকাশতাৎপর্যপর।