ইহাতে সে তান শক্তি অসম্ভাব্য নয়।
সর্ব বেদে ঈশ্বরের এই তত্ত্ব কয়।
তথ্য। পরাস্য শক্তির্বিবিধৈব শ্ৰয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ॥(শেঃ উঃ ৬/৮) তে ধ্যানযোগানুগতা অপশ্যন্ দেবাত্মশক্তিং স্বগুণৈর্নিগুঢ়াম্। (শ্বেঃ উঃ ১/৩)। শ্রিয়া পুষ্ট্যাগিরা কান্ত্যা কীর্ত্যা তুষ্ট্যেলয়োর্জয়া। বিদ্যয়াঽবিদ্যয়া শক্ত্যা মায়য়া চ নিষেবিতম্ ॥ (ভাঃ ১০/৩৯/৫৫)॥২১৯॥ ভগবানে সর্ববিধ বিরুদ্ধশক্তি নিত্য অবস্থিত; সুতরাং কোন শক্তিরই তাঁহাতে অসম্ভাবনা নাই; সকল বেদশাস্ত্রই পরতত্ত্বসম্বন্ধে এইরূপ বলিয়া থাকেন।