যত ভক্তি-বিকার—সবেই মূর্তিমন্ত।
সবেই ঈশ্বর-কলা—মহাজ্ঞানবন্ত।
সেবাবৈচিত্র মূর্তিমান্ হইয়া সাক্ষাৎ চৈতন্যময় প্রাকট্যে ভগবানের সেবাবিকাশের পরিচয় দিতে লাগিল। বিকার শব্দের যে অনুপাদেয়তা বা হেয়তা প্রপঞ্চে দেখিতে পাওয়া যায়, ভগবদ্ভক্তির বিচারে ঐ ভক্তিবিকার অনাদরণীয় নহে। অভক্তি-বিকার-বাদ বা বিবর্তবাদ, বেদান্তবিচারে গর্হণীয়। ভক্তিবিকার পরম চমৎকার ও প্রপঞ্চাতীত।