গঙ্গা-যমুনার যত ভাগ্যের উদয়।এবে তাহা পাইলেন সিন্ধু মহাশয়।
শ্রীনবদ্বীপ-লীলায় গঙ্গাদেবী ভাগ্যবতী হইয়াছিলেন। বৃন্দাবন-লীলাকালে যমুনাদেবী সেই সৌভাগ্য লাভ করেন। রত্নাকর স্বীয় তটে শ্রীগৌরসুন্দরের বাসকালে দেবীদ্বয়ের সেই সৌভাগ্য লাভ করিলেন।