চন্দ্রবতী রাত্রি, বহে দক্ষিণ-পবন। বৈসেন সমুদ্রকূলে শ্রীশচীনন্দন।
চন্দ্রবতী--জ্যোৎস্নাময়ী, চন্দ্রালোকে উদ্ভাসিতা।