সুবর্ণ-সিংহাসনে আরোহণপূর্বক বলরাম-আলিঙ্গন—
একদিন উঠিয়া সুবর্ণ সিংহাসনে॥ বলরাম ধরিয়া করিলা আলিঙ্গনে।