জগন্নাথ দেখিয়া যায়েন ধরিবারে। পড়িহারিগণে কেহ রাখিতে না পারে।
পড়িহারিগণে (পড়িহারী, সংস্কৃত প্রতিহারীর অপভ্রংশ) দ্বাররক্ষকগণ, শ্রীশ্রীজগন্নাথদেবের সেবাপরাধিগণের দণ্ডবিধাতৃগণ।