ভগবান্ আচার্য আইলা মহাশয়। শ্রবণেও যা’রে নাহি পরশে বিষয।
শ্রীভগবান্ আচার্য কোন দিনই ইন্দ্রিয়তর্পণমূলে বিষয় কথা শ্রবণ করেন নাই। শ্রীকৃষ্ণের নামরূপগুণাদিই তাঁহার শ্রবণীয় বিষয় ছিল।