আজি ধন্য লোচন, সফল ধন্য জন্ম।
সফল আমার আজি হৈল সর্ম ধর্ম।"
তথ্য। (ভাঃ ১০/৮৪/৯/১০), (ভাঃ ১০/৮৪/২১); অক্ষোঃ ফলং ত্বাদৃশ-দর্শনং হি তনোঃ ফলং ত্বাদৃশ-গাত্রসঙ্গঃ । জিহ্বা ফল ত্বাদৃশ-কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে॥ (হরিভক্তিসুধোদয় ১৩ অঃ ২ শ্লোক)। তোমা দেখি, তোমা স্পর্শি, গাই তোমার গুণ। সর্বেন্দ্রিয় ফল,—এই শাস্ত্রের নিরূপণ ॥ (চৈঃ চঃ মধ্য ২০/৬০)।