যতেক দিবস মুঞি থাকোঁ পৃথিবীতে।
তাবৎ নিষেধ কৈনু কাহারে কহিতে।
শ্রীগৌরসুন্দর বলিলেন, —আমি যে কাল পর্যন্ত পৃথিবীতে প্রকট আছি, ততকাল পর্যন্ত তুমি এই সকল কথা কাহারও নিকট প্রকাশ করিও না। মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভুকে ভগবৎস্বরূপ বলিয়া জানিবার জন্য সার্বভৌমকে উপদেশ দিলেন।