আপনে সে আপনারে জান তুমি মাত্র। আর জানে যে জন তোমার কৃপা-পাত্র।
শ্রীহরিগুরুবৈষ্ণবই শ্রীহরিগুরুবৈষ্ণবকে জানিতে পারেন। ইতর জনগণ ইঁহাদের সন্ধান পান না, যেহেতু উহারা কিছু হরিগুরুবৈষ্ণবনহেন। দেবগণ পর্যন্ত ভগবৎস্বরূপনির্ণয়ে বিমূঢ় হইয়া পড়েন।